রংপুর অফিস॥
রংপুরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৬টায় সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় জেলার দলীয় কার্যালয়ে জমায়েত, দুপুর সাড়ে ১২টায় বণার্ঢ্য র্যালী, দুপুর দেড়টায় আলোচনা সভা ও কেক কাঁটা।
দুপুর সাড়ে ১২টায় বণার্ঢ্য র্যালীটি সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট হয়ে সিটি বাজার দিয়ে পাবলিক লাইব্ররী হয়ে পুনঃরায় জেলার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালীটির নেতৃত¦ দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম।
র্যালী শেষে রংপুর জেলা জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয় চত্ত্বরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিরংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব বাবুল আক্তার জুয়েল, জেলা যুব নেতা আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির সদস্য সচিব মাসুদ রানা বিপু, যূগ্ম আহবায়ক নুর ইসলাম, জাবেদ ইকবাল ও হারুন অর রশিদ, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সভাপতি রাজু আহমেদ রাজু প্রমূখ।