• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:

নতুন নামকরণ এইচ টি ইমাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নাম পরিবর্তন করা হয়েছে। উপজেলা সদরে প্রায় ৫৫ বছর আগে প্রতিষ্ঠিত একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠানটির এইচ. টি ইমাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নামে নতুন নামকরণ হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম জানান,  বিজ্ঞ উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে গত ২৯ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন নামকরণ করা হয়েছে । বিগত ১৯৬৩ সালে একজন অবাঙ্গালী হামিদা খাতুন নিজ নামে এটি প্রতিষ্ঠা করেন। তিনি অবাঙ্গালী ও পাকিস্তানী নাগরিক হওয়ায় উচ্চ আদালত থেকে একটি রীটের আদেশের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয়। এ আদেশের প্রেক্ষিতে বিধিমোতাবেক যাবতীয় প্রক্রিয়া শেষ করে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব, বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের নামে এটির নামকরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ