সারাদেশ | তারিখঃ জুন ১৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 539 বার

টাঙ্গাইল প্রতিনিধি: ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের উপজেলার আগতেরিল্ল্যা এলাকায় এই ঘটনা ঘটে।
ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের উপজেলার আগতেরিল্ল্যা এলাকায় রাত ২টার দিকে তারাকান্দিগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দিকে এলেঙ্গা-তারাকান্দি সড়কের উপজেলার তারাই এলাকায় পিকআপের ধাক্কায় লাল মিয়া (৫০) নামের একজন পথচারী নিহত হয়েছেন। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত লাল মিয়া উপজেলার তারাই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলেঙ্গা-তারাকান্দি সড়কের অজুর্না ইউনিয়নের তারাই এলাকায় ভোরে লাল মিয়া বাজারে যাওয়ার জন্য সড়কে প্রবেশ করে। এসময় পেছন থেকে আসা একটি পিকআপ গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
Leave a Reply