বাগেরহাটের প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলায় গরুতে বীজতলা খাওয়াকে কেন্দ্র করে এক সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। ঈদের দ্বিতীয় দিন রবিরার দুপুরে উপজেলা খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন আ. ছালাম খান (৫০), কাঞ্চন আলী খান (৭০) ও আবুল কামাল খান (৩৫)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছালাম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাতে পাঠানো হয়েছে। এঘটনায় ছালামের স্ত্রী ময়না বেগম বাদি ২১ জনকে আসামাী করে ওইদিন রাতে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেন।শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, এজাহারভূক্ত আসামীদের মধ্যে পুলিশ আসামী বাছির হাওলাদার ও আসাদুল আকন নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share Button