সারাদেশ | তারিখঃ জুন ৩০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 237 বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী “চাঁপাই ম্যাংগো ফেস্ট” এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পাশ্ববর্তী শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) চত্বর বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম নিয়ে আমের উৎসব “চাঁপাই ম্যাংগো ফেস্ট” এর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান। সজ্জিত দৃষ্টি নন্দন পার্কে “চাঁপাই ম্যাংগো ফেস্ট” এ রয়েছে ৪৪টি স্টল। এই উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় বর্ণিল শোভাযাত্রা আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার সেডিয়ামের সামনে খেকে আম উৎসবের স্থান বারঘরিয়া পর্যন্ত বর্ণাঢ্য র্যালী হয়। র্যালীতে জেলা প্রশাশন, পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমচাষী ও সাধারণ মানুষ অংশ নেয়। র্যালী শেষে ফিতা কেটে “চাঁপাই ম্যাংগো ফেস্ট” এর উদ্বোধন করেন অতিথিরা। এই উপলক্ষে উৎসব চত্বরে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে “চাঁপাই ম্যাংগো ফেস্ট” এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন। শেষে বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথিরা। বক্তারা আধুনিক পদ্ধতিতে চাঁপাইনবাবগঞ্জের আম সংরক্ষন ও বাজারজাত করণের মাধ্যমে জেলার আমের সুনাম ধরে রাখা এবং বিদেশে রপ্তানীর মাধ্যমে আরও বেশী অর্থ আহরনের উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৯ হাজার ৫’শ ১০ হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে।
Leave a Reply