সারাদেশ | তারিখঃ জুলাই ১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 254 বার

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় শনিবার উপজেলার পাড়াগাঁও নবদিগন্ত হাই স্কুলে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়।
এতে প্রায় ৩ শতাধিক দুস্থ নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা নেয়। সকাল১০টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার পাড়াগাও শিমুলতলী নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে এ সময় অন্যান্যের মাঝে ইউনিয়ন সমন্বয়কারী মো: সিরাজ মিয়া,ফাউন্ডেশনের উপপরিচালক সুদেব রায়,ক্যাম্পের সমন্বয়কারী ও আসাদুজ্জামান খন্দকার উপস্থিত ছিলেন । চিকিৎসা দেন ডাঃ বিবেক আচার্য, ডাঃ রওশন আরা খাতুন ও ডাঃ মাজেদুর রহমান প্রমুখ। তাদেরকে সহযোগীতা করেন ৫ জন স্বাস্থ্য সহকারী ও সেবিকারা। ফ্রি স্বাস্থক্যাম্প অব্যহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
Leave a Reply