কুড়িগ্রাম প্রতিনিধি॥
শিক্ষকদের প্রযুক্তিগতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (০২জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ল্যাপটপ বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ৫৪ টি ল্যাপটপ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষকদের মাঝে ১টি করে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা ৬৩টি সরকারী প্রাথমিক রয়েছে। বাকি বিদ্যালয়ে পর্যায়ক্রমে ল্যাপটপ বিতরণ করা  হবে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে  ল্যাপটপ বিতরণ অনুষ্টানের প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার।উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী,সহকারী শিক্ষা অফিসার হৃদয়,রাশেদুল ইসলাম মন্ডল,ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিকবৃদ।

Share Button