ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলার আনন্দ উল্লাসে মেতে নিজে ফুটবল খেলতে গিয়ে বলের আঘাতে মোঃ সুমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (০৪ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দীয় খেলার মাঠে বলের আঘাতে তার মৃত্যু হয়। নিহত মোঃ সুমনের বাড়ী ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী এলাকার মোঃ আলহাজ¦ উদ্দিনের ছেলে।
মোঃ সুমনের সহপাঠীদের সুত্রে জানা য়ায়, সুমনের সার্ফোটের দল ব্রাজিল কোয়াটার ফাইনালে উঠায় নিজে আনন্দের সহিত আজ বিকালে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ বল এস তার বুকে সজোরে আঘাত লাগলে মাথা ঘোরে মাঠে পড়ে যায়। সাথে সাথে বন্ধুরা তাকে বাজারের এক ডাক্তারের কাছে নিলে অবস্থার বেগতিক দেখে সে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যান। এই ব্যাপারে ধামরাই থানার ওসি অপারেশন মোঃ জাকারিয়া বলেন, এই বিষয়ে আমরা কোন সংবাদ পায় নাই।

Share Button