• সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

আপডেটঃ : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দেব’ স্লোগানে টাঙ্গাইলে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার(১৪ নভেম্বর) দুপুরে গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে টাঙ্গাইল শহরের ফুলি কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়।
গাজীপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন এসএম সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, আইটিবি ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আলী আজগর প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ করদাতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রেক-৪ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার এসএম বদিরুজ্জামান।
বক্তারা বলেন, এ বছর টাঙ্গাইলে আয়োজিত আয়কর মেলায় করদাতারা খুব সহজে কাজ করতে পারবেন। মহিলা, প্রতিবন্ধী, প্রবীণ ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। ২০১৮-১৯ করবর্ষের আয়কর রিটার্ন গ্রহণ ও প্রাপ্তি স্বীকারপত্র প্রদানসহ আরো অনেক বিষয়ের উপর কর কমিশন নজর দিয়েছে। টাঙ্গাইল জেলাকে আয়কর আদায়ের মডেল হিসেবে দেখতে চান কর্মকর্তারা। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। আগামি ১৭ নভেম্বর(রোববার) পর্যন্ত এ মেলা চলবে বলে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ