• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

মোবাইলে গেম খেলে জিতলেই মিলছে সোনা!

আপডেটঃ : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

অনলাইনে মোবাইলে গেম খেলে জিতলেই মিলছে নানা পুরুস্কার। পুরুস্কার হিসেবে পাওয়া যাচ্ছে সোনা। শুনতে অবাক করার মত হলেও ‘প্ল্যানেট গোল্ড রাশ’ নামের একটি অনলাইন মোবাইল গেমে মিলছে সোনা। গুগল প্লে স্টোরে মিলছে গেমটি। ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকায় গেমটি বেশ জনপ্রিয়।

 প্রতিদিন গেমাররা একটা নির্দিষ্ট সময়ের জন্য পাচ্ছেন টুর্নামেন্ট খেলে সোনা জেতার সুযোগ। জিতলে পাবেন এক আউন্স সোনার আট ভাগের এক ভাগ। যা প্রায় ৪ গ্রাম ওজনের সমান। প্রতি সপ্তাহে একজন ব্যক্তি সর্বাধিক দুই আউন্স সোনা জিততে পারবেন। তবে ভাল গেমাররা সপ্তাহ শেষে অতিরিক্ত সোনা উপহার হিসেবে পাবেন।

গেমটি খেলে সোনা জিতেছেন এমন একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন ইউটিউবে। তিনি জানান, গেমটি খেলা বেশ কঠিন। সোনা জেতার জন্য বিভিন্ন ধাপ অবলম্বন করতে হয়।

সংবাদ সংস্থা সিএনএন জানায় আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের একাধিক দেশ সহ মোট ২৪টি দেশে এই গেম খেলা যাচ্ছে।

টোড হফম্যান নামের এক ব্যক্তি বিজয়ীদের সোনা উপহার দিচ্ছেন। ২০১৭ সাল থেকে এই গেমটি চালু হয়। তথ্য সূত্র: আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ