• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিমিষেই সমাধান হয়ে যাবে প্রযুক্তিগত সমস্যার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞানের এ বিস্ময়কর আবিষ্কার। অনেকেই বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসার ফলে মানুষের জীবন আরও সহজ হয়ে উঠবে। নিমিষেই সমাধান হয়ে যাবে ছোট থেকে বড় একাধিক প্রযুক্তিগত সমস্যার।

এআই-এর কার্যক্ষমতা সম্পর্কে বহু গবেষক আশা প্রকাশ করলেও শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। এ প্রযুক্তির সুবিধা যে প্রতিটি ক্ষেত্রে মানুষের কাজেই আসবে তা কিন্তু সত্য নয়। অনেক সময় এটি আপনার জীবনে বিপদও ডেকে আনতে পারে।

সম্প্রতি কিছু গবেষক দাবি করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ১ থেকে ৬০ পর্যন্ত গণনার মধ্যেই যে কোনও শক্তিশালী পাসওয়ার্ডকে ক্র্যাক করতে পারে। এর ফলে ফাঁস হতে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত অনেক গোপনীয় তথ্য। এ বিয়ষটি নিয়ে সম্প্রতি একটি গবেষণা করেছে হোম সিকিউরিটি হিরোজ।

সংস্থাটির গবেষণা অনুযায়ী, ৫১ শতাংশ সাধারণ পাসওয়ার্ড কয়েক মিনিটের মধ্যে ভেঙে ফেলতে পারে এআই। ৬৫ শতাংশ পাসওয়ার্ড ১ ঘণ্টা ৮৫ শতাংশ পাসওয়ার্ড ভাঙতে এআই-এর সময় লাগবে মাত্র এক মাস।

এ সংস্থাটি গবেষণার জন্য পাসজেন (পাসওয়ার্ড জেনারেটর অ্যাপ) নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ব্যবহার করে। গবেষণায় ১ কোটি ৫৬ লাখ ৮০ হাজার পাসওয়ার্ডের ওপর পাসজেন টুলের প্রয়োগ করেছে সংস্থাটি।

সমীক্ষা বলছে, যেসব পাসওয়ার্ড ১৮ অক্ষরের বেশি সেগুলো বর্তমানে সুরক্ষিত পাসওয়ার্ড হিসেবে গণ্য। এ ধরনের পাসওয়ার্ড ক্র্যাক করতে পাসজেন-এর মতো এআই টুলের প্রায় ১০ মাসের বেশি সময় লাগবে।

সংস্থাটি আরও জানায়, যেসব পাসওয়ার্ড কোনো সিম্বল, বড় হাতের ও ছোট হাতের অক্ষর এবং সংখ্যার মিশ্রণে তৈরি সেগুলো ভাঙতে এ টুলের ৬ কুইন্টিলিয়ন বা কয়েক যুগ সময় লাগবে এই টুলের।

কীভাবে পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন?

গবেষণাটি বলছে, সাধারণ পাসওয়ার্ডের তুলনায় বিশেষ ক্যারেক্টার এবং শব্দসংখ্যার মিশ্রণে তৈরি পাসওয়ার্ড ক্র্যাক করতে অনেক বেশি সময় নেয় এআই। ছোট হাতের ১০টি অক্ষরের পাসওয়ার্ড ভাঙতে ১ ঘণ্টা সময় নেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এ টুলটি।

আর এ পাসওয়ার্ড যদি মিশ্র শব্দ ও সংখ্যা দিয়ে তৈরি হয় তাহলে সময় লাগবে ৪ সপ্তাহ। তাই বিশেষজ্ঞরা বড়-ছোট অক্ষরসহ সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরির পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ