• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

ভোটের মাঠে নৌকা-জাপা প্রার্থীর আলিঙ্গন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ জুন, ২০২৩

 সংবাদ সংযোগ রিপোর্ট : ভোটের মাঠে হঠাৎ দেখায় আলিঙ্গন করেছেন নৌকা ও লাঙ্গল প্রতীকের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

এদিকে ভোটের মাঠে এমন সৌহার্দ্য দেখে সাধারণ ভোটাররা খুশি হয়েছেন।

জানা যায়, এদিন সকালে ওই কেন্দ্রে ভোট দিতে যান জাপার সাইফুল ইসলাম স্বপন। এ সময় সেই কেন্দ্র পরিদর্শনে যান নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন। তখন দুজনের দেখা হলে তারা সৌহার্দ্য দেখিয়ে আলিঙ্গন করেন।

তখন উপস্থিত সাংবাদিকদের সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমরা তো চাচা-ভাতিজা। আমাদের সম্পর্ক সব সময়ই ভালো।

খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা শুরু থেকেই ভোটের মাঠে সৌহার্দ্য বজায় রেখেছি।

বুধবার সকাল ৮টায় শুরু হয়েছে এ ভোট, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

রাজশাহীতে মেয়র পদে ৩ জন, ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট প্রার্থী ১৬০ জন।

মেয়র পদে প্রার্থী হলেন, আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল) এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা) নির্বাচন বর্জন করেছেন। তাই মেয়র পদে লড়ছেন ৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ