উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে। শনিবার (২৪ জুন) খন্দকার মোশাররফের প্রেস সেক্রেটারি শাহ আখতারুজ্জামান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাতেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হতে পারে। তবে এখনও ভিসা প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি।
এর আগে ৮দিন চিকিৎসা শেষে শনিবার তাকে এভার কেয়ার হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসা হয়। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।