• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

‘বিএনপি তো এখনো জামায়াতকে জোট থেকে ঘোষণা দিয়ে বের করে দেয়নি’

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ জুলাই, ২০২৩
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তাই তাদের সমাবেশ করতে দিয়েছে সরকার। তার মানে এই নয় যে জামায়াতের সঙ্গে সরকার হাত মিলিয়েছে।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে- সে বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপি এসব মনগড়া কথা বলছে। বিএনপি তো এখনো জামায়াতে ইসলামীকে তাদের জোট থেকে ঘোষণা দিয়ে বের করে দেয়নি। ফলে সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।

এ সময় মন্ত্রী বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেন, বিএনপি কিছুদিন পরপরই আন্দোলনের কৌশল পরিবর্তন করে। কিন্তু তাদের মূল কৌশল হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নির্বাচনকে ভণ্ডুল করা।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, গত এক বছর ধরেই তারা সারা দেশে বিশৃঙ্খলা করছে, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে।

হাছান মাহমুদ বলেন, দেশের রিজার্ভ আগের চেয়ে বাড়ছে। সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। তবে কিছু কিছু সিন্ডিকেট আছে যারা দেশের ক্রাইসিস সময়ের সুযোগ নেয়। এদের বিরুদ্ধে সরকার আগেও ব্যবস্থা নিয়েছে, এখনো নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ