গণঅধিকার পরিষদের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন রাশেদ খান। শনিবার ড. রেজা কিবরিয়াকে অভিসংশন করে তার জায়গায় মো. রাশেদ খানকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে ড. রেজা কিবরিয়াকে অভিসংশন করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত হননি ড. রেজা কিবরিয়া। এই সভাতেই তাকে অভিসংশন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রের ৩৮ ধারা অনুযায়ী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৮৪ সদস্যের স্বাক্ষরসহ আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে সদস্যদের কাছে বক্তব্য উপস্থাপনের জন্য আজ সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক জরুরি সভা আহ্বান করেন।