৩৬টি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনের জন্য আলোচনা চলছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের আন্দোলন হবে চূড়ান্ত আন্দোলন।
৫ জুলাই রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান মির্জা ফখরুল।
এসময় সংসদে সদ্য পাস হওয়া সংশোধিত আরপিও বিল নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার নির্বাচনব্যবস্থাকে নিজেদের হাতের মুঠোয় রাখতে আরপিও সংশোধন করেছে। যা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে এটি করা হয়েছে।’
এর আগে সন্ধ্যায় শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
অন্যদিকে সমমনা জোটের পক্ষে এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ১১টি রাজনৈতিক দলের মধ্যে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের
সাধারণ সম্পাদক কমরেড ড. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডলসহ নেতারা উপস্থিত ছিলেন।