মানিকগঞ্জের সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৯ জুলাই) রাতে সদর উপজেলার পশ্চিম দাশড়া ও মত্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার রিদুল হোসেন (২৫), একই উপজেলার বড় সুরুন্ডী এলাকার আবুল হোসেন (৩৩), মত্ত এলাকার মোহাম্মদ ওয়াসিম (৩৪), পশ্চিম দাশড়া এলাকার বিপুল মিয়া (৩৩) ও চরমত্ত এলাকার মুন্নাফ বেপারী (৪৪)।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, রোববার রাতে গোপন খবরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়; যার বাজার মূল্য প্রায় ২৬ লাখ ১০ হাজার টাকা। পরে গ্রেপ্তারকৃতদের জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের সদর থানায় দুটি মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে আদালতে ২১টি মাদক মামলা বিচারাধীন।