ঝালকাঠির নলছিটি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১০ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নলছিটি উপজেলার কুশঙ্গল গ্ৰামের মো. এসকেন হাওলাদারের ছেলে মো. হাবিব হাওলাদার (৫০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ভুক্তভোগী তরুণী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় তার মা দোকানে ওষুধ আনতে গেলে খালি ঘরে একা পেয়ে হাবিব তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
র্যাব জানান, রোববার (৯ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বরিশাল র্যাব-৮ ও খুলনা র্যাব-৬ এর যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামি মো. হাবিব হাওলাদারকে খুলনা জেলার খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।