গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর জিকজ্যাক মাঠ এলাকায় রোববার রাতে দুর্বৃত্তরা ওমর আলী (৫৩) নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
নিহত ওমর আলী ধামরাই উপজেলার আমতলী মোরারচর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, সোমবার দুপুরে জিকজ্যাক মাঠের পাশে বাগান থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।