• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ: তারেক রহমান আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে ৭.৬২ এমএম রাইফেল নিয়ে: উপদেষ্টা সাখাওয়াত হঠাৎ মঞ্চে হাজির মমতা, আন্দোলনে রাশ টানার চেষ্টা সাগরে ৮ ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার আমেরিকার বেসরকারিখাত গুলো বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারত থেকে ঢাকায় ডোনাল্ড লু আ. লীগ. কখনোই বৈধ সরকার ছিল না, ক্ষমতা দখল করেছে সন্ত্রাসী কায়দায় ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়-: মাসুদ শুল্ক অর্ধেক কমিয়ে পেঁয়াজ রপ্তানির শর্ত থেকে সরে দাঁড়াল ভারত মনোবল অটুট আছে শেখ হাসিনার, খুব শিগগিরই কেটে যাবে আঁধার: নানক

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি:২০১৭

আপডেটঃ : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

১৪। কার্জন হল ভবনটি কোন আমলে নির্মিত হয়েছে ?

(ক) পাল আমলে

(খ) সেন আমলে

(গ) মোঘল আমলে

(ঘ) ইংরেজ আমলে।

১৫। আহসান মঞ্জিল কাদের প্রাসাদ নামে পরিচিত?

(ক) ঢাকার নবাবদের

(খ) সৈনিকদের

(গ) ঢাকার নায়েবদের

(ঘ) বণিকদের ।

১৬। ব্রিটিশ আমলে নির্মিত ভবনগুলোতে যে ধরনের স্থাপত্যরীতি অনুসরণ করা হয়েছে-

(i)  ইউরোপীয় রীতি

(ii)  গ্রীক রীতি

(iii) মোঘল রীতি।

নিচের কোনটি সঠিক

(ক) i         (খ) iও iii

(গ)i ও ii    (ঘ) i,ii ও iii ।                                                                                                               ১৭। কার্জন হল কেন নির্মাণ করা হয়েছিল ?

(ক) অফিস বাড়ি হিসেবে ব্যবহারের জন্য

(খ) বিচারকার্য পরিচালনার জন্য                                                                                              (গ) সৌন্দর্য বর্ধনের জন্য                         (ঘ) হিসাবকার্য পরিচালনার জন্য ।

১৮। পুরনো হাইকোর্ট ভবনটি কোন আমলে নির্মিত হয়েছে ?

(ক) মোঘল আমলে

(খ) সুলতানি আমলে

(গ) ইংরেজ আমলে

(ঘ) পাকিস্তানি আমলে।

১৯। কত খ্রিষ্টাব্দে ভারতীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ?

(ক) ১৮৫০খ্রিষ্টাব্দে

(খ) ১৮৫৭খ্রিষ্টাব্দে

(গ) ১৮৫৮খ্রিষ্টাব্দে

(ঘ) ১৮৫৯খ্রিষ্টাব্দে।

২০। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সংরক্ষণ ও প্রদর্শন করা আছে-

(i) রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নাম নিদর্শন

(ii) ব্রোঞ্জের বিভিন্ন মূর্তি

(iii) রবীন্দ্রনাথের মূল্যবান আলোকচিত্র।

নিচের কোনটি সঠিক

(ক) i                                 (খ) ii ও iii

(গ)i ও iii                           (ঘ) i,ii ও iii

২১। লালবাগ মসজিদটি ঢাকার কোন রোডে অবস্থিত ?

(ক) আলাউদ্দীন রোডে

(খ) পাটুয়াটুলি রোডে

(গ) নাজিমউদ্দীন রোডে

(ঘ) হরনাথ ঘোষ রোডে।

২২। ইংরেজদের সমর্থক নওয়াব কে ছিলেন ?

(ক) আব্দুল গণি

(খ) ওসমান গণি

(গ) রাজ্জাক শনি

(ঘ) আব্দুল লতিফ।

২৩। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল,তাদের মধ্যে সুন্দর কোনটি?

(ক) লালবাগ কেল্লা

(খ) আহসান মঞ্জিল

(গ) কার্জন হল

(ঘ) লাল কুঠির ।

২৪। তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত ?

(ক) নারায়ণগঞ্জ     (খ) রংপুর

(গ) চাপাইনবাবগঞ্জ (ঘ) খুলনা।

২৫। মনি একটি সংগ্রহশালায় সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি দেখতে পায়। মনির দেখা সংগ্রহশালাটি কোথায় অবস্থিত?

(ক) ঢাকা

(খ) দিনাজপুর

(গ) চাপাইনবাবগঞ্জ

(ঘ) রংপুর ।

উত্তর ঃ  ১৪ (ঘ), ১৫ (ক), ১৬ (খ), ১৭ (ক), ১৮ (গ), ১৯ (খ), ২০ (গ), ২১ (ঘ), ২২ (ক), ২৩ (গ), ২৪ (খ), ২৫(ঘ)

০০০

গণিত প্রশ্ন নতুন মানবণ্টন অনুযায়ী হবে

গণিত

মোহাম্মদ মুরাদ হোসেন সরকার

সিনিয়র শিক্ষক, গণিত

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা।

JSC-2017


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ