• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

সারিয়াকান্দিতে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সাফল্য তুলে ধরে আলোচনা সভা করেন: শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরের দেশের উন্নয়ন ও অগ্রগতির সাফল্য তুলে ধরে সারিয়াকান্দি উপজেলায় আলোচনা সভা করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ী নয়াপাড়া ১নং ওয়ার্ডে স্থানীয়দের আয়োজনে সমাজ সেবক ইব্রাহিম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাজাদী আলম লিপি শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতু নির্মান, ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ একাধিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।

আরো পড়ুন         সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর: শাহাজাদী আলম লিপি

এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক খোকা আকন্দ,সোনাতলা উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান গেদা,হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইফাজ উদ্দিন প্রামানিক,কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম,ফুলবাড়ি ইউনিয়ন ১নং ওয়ার্ড সাবেক মেম্বার সাজু প্রামানিক,সারিয়াকান্দি পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল প্রামানিক,উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক মোঃ আব্দুল মোমিন,বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর হোসেন, মোঃ খোরশেদ আলম,মো:লেখক মন্ডল,হাটশেরপুর ইউনিয়ন উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমন, অত্র এলাকার ওমর ফারুক,লিপ্টন, আইয়ুব,রানা মন্ডলসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।,


অনুষ্ঠান পরিচালনা করেন ফুলবাড়ি স্কুল এন্ড কলেজ অবঃ শিক্ষক আব্দুল রশীদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ