• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

পাবনায় হরতালের সমর্থনে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
ছবি: সংগৃহীত

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে পাবনা শহরের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা শহরের বড় বাজার সংলগ্ন দই বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বড় বাজার এলাকায় পৌঁছালে হরতাল সমর্থনে পিকেটিং করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ