বিএনপি ও সমমনা দলের হরতালের দ্বিতীয় দিনে দূরপাল্লার রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। বরিশালের স্থানীয় রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান, অফিস-আদালত, ব্যাংক-বীমাও খোলা। এদিকে হরতালের সমর্থনে নগরীর বান্দরোডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
হরতালের দ্বিতীয় দিন সোমবার সকাল থেকে বরিশাল থেকে দূরপাল্লা রুটে বাস চলছে সীমিত পরিসরে। স্থানীয় রুটের বাস ও লঞ্চ চলাচল করলেও যাত্রী কম। নগরীর অভ্যন্তরেও থ্রি-হুইলার এবং রিক্সা-অটোরিক্সা চলছে প্রায় স্বাভাবিকভাবে। নগরীর দোকান, অফিস-আদালত. ব্যাংক-বীমা এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
এদিকে হরতাল সমর্থনে নগরীর বান্দরোড বঙ্গবন্ধু উদ্যান এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারেরর নেতৃত্ব একটি মিছিল করেছে মহানগর বিএনপি। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।