পুলিশ জানিয়েছে, গ্রাহকের করা শতাধিক প্রতারণার মামলায় মঞ্জুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রাহকরা মামলা করার পর থেকে মঞ্জুর পলাতক ছিলেন। কোনোভাবে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন। সম্প্রতি আমরা একটি গোপন সংবাদ পাই যে তিনি ফিরে এসেছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ জানিয়েছে, গ্রাহকের করা শতাধিক প্রতারণার মামলায় মঞ্জুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এর আগে গত বছরের ১৬ মে বনানী থানায় মঞ্জুরসহ আলেশা মার্টের আরো চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকার একটি আদালত গত বছরের ২১ জুন আলেশা মার্টের সমস্ত সম্পত্তি জব্দ করার আদেশ দেন এবং মঞ্জুরসহ অভিযুক্তদের দেশের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা দেন।
তার বিরুদ্ধে ৪২১ কোটিরও বেশি টাকা পাচারের অভিযোগ এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।