ট্রলি ব্যাগে গাজা বহনকালে একলাস মীর (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ১৩ কেজি গাঁজা জব্দ করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালানোর সময় তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার মীরের গ্রামের বাড়ি পিরোজপুর সদরের দক্ষিণ নামাজপুর গ্রামে। তিনি মৃত মোতালেব মীরের ছেলে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অপারেশন অফিসার আমিনুল ইসলাম।
তিনি জানান, একলাস মীর ট্রলি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা পরিবহন করছিলেন। ওই সময় তার ট্রলি দেখে সন্দেহ হয়। পরে সেটি খোলা হলে তাতে ১৩ কেজি গাঁজা পাওয়া যায়। জব্দ গাঁজার মূল্য ৩ লাখ ৩৯ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতার একলাস মীর পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।