• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

কুমিল্লায় অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ১৬

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

কুমিল্লা নগরীর সার্কিট হাউস ও ঈদগাহ মোড় এলাকায় অস্ত্রের মহড়া দেওয়া ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে এসপি জানান, শুক্রবার (২ ফেব্রুয়ারি) কিশোর অপরাধীদের রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০টি দেশীয় অস্ত্র ও নয়টি ককলেটসহ ১৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। রতন গ্রুপ ও ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করার উদ্দেশে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়ায়। উভয় গ্রুপ দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটালে দুজন আহত হন। জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, ৩০ জানুয়ারি কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ড গোবিন্দপুরে ঘণ্টাব্যাপী কিশোর গ্রুপের অস্ত্রের মহড়ার দেয় কিশোর গ্যাং সদস্যরা। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তারা ধরাছোঁয়ার বাইরে। ওই ঘটনায় প্রদর্শিত অস্ত্র বা কিশোর অপরাধীদের বিষয়ে কিছু জানায়নি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ