জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে দুইব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান বুধবার থেকে শুরু হয়েছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রহমত আলী, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, পুলিশ সুপার মোহাম্মদ হারুণ অর রশীদ. গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহণে রজতজয়ন্তী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও আইইউটি মূল ফটক হয়ে একই স্থানে এসে শেষ হয়।
এরপর আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক ড. আবদুল মমিন চৌধুরী, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থীকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, তার নীতি ও ত্যাগের মহান আদর্শ সম্বন্ধে শিক্ষা দিচ্ছে। এসব জেনে তারা সঠিক ভাবে দেশপ্রেমে উজ্জীবিত হতে পারবে।