নরসিংদীর পলাশে মক্তব (মাদ্রাসা) থেকে ফেরার পথে (৮) বছরের এক শিশুকে মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রহমান (৩৬) নামে এক যুবককে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধম্যে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার আব্দুর রহমান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে মাদ্রাসার মক্তব থেকে বাড়ি ফিরছিল শিশুটি। পথে অভিযুক্ত আব্দুর রহমান শিশুটির মুখ চেপে একটি টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতেই অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে আব্দুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।