• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

কামারখন্দে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ২ বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভদ্রঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার হারুয়াবাড়ী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আশরাফ আলী (৫০) ও ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উলোবাড়িয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩)।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে ভদ্রঘাট এলাকায় মহাসড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ওই দুই বিক্রেতাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ