• সোমবার, ০৬ মে ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

আজ বিপিএলের ফাইনাল : বরিশালের প্রথম, না কুমিল্লার পঞ্চম

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের জমজমাট ফাইনাল আজ। যেখানে শিরোপা জন্য লড়বে টানা দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও তিন আসরের ফাইনালিষ্ট ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ জিতে বরিশাল প্রথমবার শিরোপা ঘরে তুলবে, নাকি পঞ্চম শিরোপা জয়ের স্বাদ পাবে কুমিল্লা? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ম্যাচ শেষেই।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে ছয়বার টুর্নামেন্টে অংশ নিয়ে চারবার ফাইনালে খেলে সবগুলোতেই জয় পেয়েছে। তারা ২০১৫ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে বরিশালকে হারিয়েই প্রথম শিরোপা ঘরে তোলে। ২০১৮ সালে ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। ২০২২ সালে অষ্টম আসরে ফের ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনাল খেলে জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর গত বছর টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থ শিরোপার দেখা পায় কুমিল্লা। এবার তাদের পঞ্চম শিরোপার পাশাপাশি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশন। অন্যদিকে এর আগে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরের ফাইনালে ঢাকা গøাডিয়েটর্সের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় বরিশালের প্রথম ফ্র্যাঞ্চাইজি বার্নার্সের। ২০১৫ সালে তৃতীয় ও ২০২২ সালে অষ্টম আসরের ফাইনালে এই কুমিল্লার কাছে হেরেই শিরোপা ছোঁয়া হয়নি বরিশাল বুলস ও ফরচুন বরিশালের। এটা তাদের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার মিশন। এই মিশনে সাফল্য পেলে বিপিএলের প্রথম শিরোপার দেখা পাবে বরিশাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ