• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

১৬ লাখ টাকার জাল নোটসহ প্রতারক আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বাগেরহাটে প্রায় ১৬ লাখ টাকার জাল নোটসহ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শহরের দশানীতে কামাল হোসেনের ৬ তলা ভবনের একটি কক্ষ থেকে এই প্রতারককে আটক করা হয়েছে।

এ সময় ১৬ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ ও বিভিন্ন ধরনের ফর্মা জব্দ করা হয়।
আটক ফয়সাল ইউনুস কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বারদাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে। তিনি চার মাস আগে কামাল হোসেনের ৬তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ ও বিভিন্ন ধরনের ফর্মা জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ঈদকে সামনে রেখে প্রতারক চক্র জাল টাকা তৈরি করছিলেন।

আটকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ