• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

সিআইডির হাতে সিআইডি কর্মকর্তা অটক,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে মো. মোশারফ হোসেন নয়ন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২০ মার্চ) রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, গ্রেপ্তার নয়ন সিআইডি পরিদর্শক পরিচয়ে অসংখ্য নারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে সুযোগ বুঝে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলা নারীদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে তাদের একান্ত ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করে প্রতারণা করে আসছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ বলেন, ভুয়া সিআইডি পরিদর্শকের ছদ্মবেশ ধারণ করে অসংখ্য নারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রতারক মো. মোশারফ হোসেন ওরফে নয়নকে গাজীপুর জেলার কালিয়কৈর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নারীদের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা প্রলোভনে তাদের একান্ত ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ই ছিল তার কাজ। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডি সাইবার পুলিশ সেন্টার বিষয়টি অনুসন্ধান করে প্রতারক নয়নকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছে থেকে ২টি মোবাইল ফোন, ১টি সিআইডির জ্যাকেট সদৃশ জ্যাকেট, ১টি ওয়াকিটকি, ১টি নকল পিস্তল সদৃশ গ্যাস লাইটার, সিআইডির ১টি ভুয়া আইডিকার্ড ও ১টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

এসএসপি রেজাউল মাসুদ আরও বলেন, প্রতারক নয়নের স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া গেছে। এ বিষয়ে পল্টন মডেল থানায় পর্নোগ্রাফি ও সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ