• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:

বিরল প্রজাতির ভাল্লুকের ২টি শাবক পাচারের সময় উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বান্দরবানের বনাঞ্চল থেকে পাচারের সময় বিরল প্রজাতির ভাল্লুকের দু’টি শাবক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: আলাউদ্দিন নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার সৈকত শাহীন।

পুলিশ সুপার জানান, আলীকদম থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১ এপ্রিল সন্ধ্যায় আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলীপাড়ার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আলীকদম উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামশুল আলমের ছেলে মো: আলাউদ্দিনকে (২৪) তল্লাশি করলে তার মোটরসাইকেলে বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ভাল্লুকের দু’টি শাবক পাওয়া যায়। পরে পুলিশের সদস্যরা ভাল্লুকের শাবক দুটি উদ্ধার করে এবং মো: আলাউদ্দিনকে আটক করে। পরে তার বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার আইনে মামলা দায়ের করা হয়।

উদ্ধার হওয়া ভাল্লুকের শাবক দুটি কক্সবাজার জেলোর চকোরিয়ার ডুলহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ