বগুড়া সংবাদদাতাঃ- বগুড়ার কাহালু উপজেলার শহরের সাগাটিয়া গ্রামে আব্দুর রহিম নামে এক পাষণ্ড পিতার ধারালো চাকুর আঘাতে তারই আপন শিশুকন্যা রাহী মনি (০৭) নিহত হওয়ার খবর পাওয়া গেছে । ২৩ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে এমন ঘটনা ঘটে। পরে বগুড়ার কাহালু থানা পুলিশ ঐ ঘাতক পিতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
আরো জানা গেছে, কাহালু পৌর এলাকার সাগাটিয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে দিনমজুর আব্দুর রহিম তার শিশু কন্যা রাহী মনিকে পড়তে বসতে বললে সে পড়তে না বসায় আব্দুর রহিম রক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ব্যাগ দিয়ে রাহী মনিকে আঘাত করলে ব্যাগের ভিতর থাকা ধারালো চাকুটি শিশুটির শরীরের উরুতে ঢুকে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কাহালু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঐ শিশুকে মৃত ঘোষণা করেন।
রাহী মনি কাহালুর সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার এবতেদায়ী শাখার ১ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি সম্পর্কে বগুড়া কাহালু থানার ইন্সপেক্টর তদন্ত আশরাফুল আলম সংবাদ সংযোগ কে জানান, রাহি মনির পিতা আব্দুর রহিম উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাহীমনির মা অর্থাৎ আব্দুর রহিমের স্ত্রী বাদি হয়ে থানায় হত্যামামলা দায়ের করেছে। আমরা ঘটনার পর পরেই ঐ আসামী কে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে আদালতে সোপর্দ করেছি।