বগুড়ার প্রতিনিধিঃ- জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ-বি-১৯০২ (সিবিএ) বগুড়া জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী, গতিশীল ও শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্তপূর্বক জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ-বি-১৯০২ (সিবিএ) বগুড়া জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।
গত ০৭ এপ্রিল কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়। এতে সান্তাহার বিদ্যুৎ কেন্দ্র স্টাফ কামরুল ইসলাম কে সভাপতি, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, বগুড়ার স্টাফ সোহাগ মিয়া কে সাধারন সম্পাদক করে যথাক্রমে
ফখরুদ্দিন মৃধা কে কার্যকরী সভাপতি, এ.বি.এম সাখাওয়াত হোসেন ও মোঃ জাহাঙ্গীর আলম কে সহসভাপতি, মোঃ গোলাম নবী যুগ্ম সম্পাদক, মোঃ রাশেদুর রহমান সাংগঠনিক সম্পাদক ও সৈয়দ শাহনেওয়াজ কে অর্থ সম্পাদক করা হয়।
এছাড়াও মোঃ মনিরুজ্জামান, মোছাঃ শেফালী বেগম, মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ লাকী আক্তার, অতিন চন্দ্র প্রামানিক, সহ বিভিন্ন পদে রেখে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
এই কমিটি জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী বগুড়া জেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ১৯০২ (সিবিএ) এর পক্ষে প্রতিনিধিত্ব করবেন ও সাংগঠনিক দায়িত্ব পালন ও ক্ষমতা ভোগ করবেন বলে ঐ চিঠিতে উল্যেখ করা হয়।