• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেটঃ : শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

মিরাজুল ইসলাম, প্রাক্তন প্রভাষক

 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট                                 পূর্ণমান: ১০০

 

১.সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ:      ১´৫০ = ৫০

 

১. সমপ্রতি চিকুনগুনিয়া রোগ সারাদেশে ছড়িয়ে পড়েছে।  এই রোগ থেকে রক্ষা পেতে ঘুমানোর সময় কোনটি তোমার জন্য সবচেয়ে নিরাপদ?

 

ক. মশারি                                     খ. অ্যারোসল

 

গ. লেপ মুড়ি দিয়ে ঘুমানো                ঘ. মশার কয়েল জ্বালানো

 

২. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী থাকলে তুমি নিচের কোনটি করতে?

 

ক. গ্রামের বাড়িতে গমন                                                      খ. ভাষা আন্দোলনে অংশগ্রহণ

 

গ. ভাষা আন্দোলন পর্যবেক্ষণ

 

ঘ. আন্দোলন থেকে নিজেকে দূরে রাখা

 

৩. মুজিবনগর সরকার গঠিত হবার প্রধান কারণ কোনটি?

 

ক. মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া

 

খ. বাংলাদেশের শাসন কার্য পরিচালনা

 

গ.বিদেশের সাথে কূটনৈতিক আলোচনা চালানো                       ঘ. শরণার্থীদের জন্য বৈদেশিক সাহায্য সংগ্রহ

 

৪. জাতীয় জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা বাংলাদেশের কী জানতে পারি?

 

ক. শিক্ষা ব্যবস্থা                             খ. অর্থনৈতিক ব্যবস্থা          গ. ইতিহাস ও ঐতিহ্য      ঘ. মানুষের জীবনযাত্রা

 

৫.মনে কর, তুমি একজন প্রত্নতাত্ত্বিক। পাহাড়পুর খনন করার পর তুমি নিচের কোনটি সংগ্রহ করবে?

 

ক. কাঠ            খ. মাটি       গ. চুনাপাথর                               ঘ. ধাতব মূর্তি

 

৬. শিল্পাচার্য জয়নুল আবেদীন সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর তৈরি করেছিলেন কেন?

 

ক. অর্থ উপার্জনের জন্য                   খ. নিজেকে জনপ্রিয় করার জন্য

 

গ. দেশীয় শিল্প নিয়ে গর্ব করার জন্য

 

ঘ. সোনারগাঁর সৌন্দর্য বর্ধনের জন্য

 

৭. প্রতিবছর অনেক দেশি-বিদেশি পর্যটক পাহাড়পুরে যান কেন?

 

ক. ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য    খ. খাওয়া-দাওয়া করতে

 

গ. শিক্ষা ভ্রমণে আনন্দের জন্য          ঘ.  চাকুরির জন্য

 

৮.মুক্তিবাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল?

 

ক. সামরিক ও বেসামরিক জনগণ নিয়ে

 

খ. শুধু সামরিক বাহিনী নিয়ে

 

গ. শুধু বেসামরিক জনগণ নিয়ে

 

ঘ. ভারতীয় সৈন্যবাহিনী নিয়ে

 

৯. বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কী ঘটেছে?

 

ক. শিক্ষার হার কমছে                     খ. বেকার সমসা কমছে

 

গ. মানুষের গড় আয়ু কমছে              ঘ. আবাদি জমির পরিমাণ কমেছে

 

১০. পরিবেশ সুরক্ষার জন্য তোমার প্রতিবেশিদের কী পরামর্শ দেবে?

 

ক. বৃক্ষ রোপণ                              খ. মত্স্য চাষ

 

গ. মৌমাছি পালন                                                                ঘ. গবাদি পশু পালন

 

১১. তুমি দেখতে পেলে একটি শিশুকে নির্জন স্থানে বেঁধে রাখা হয়েছে। এক্ষেত্রে তুমি কী করবে?

 

ক. বিষয়টি এড়িয়ে যাব                   খ. বন্ধুদেরকে জানাব         গ. পালাতে সাহায্য করব  ঘ. বড়দেরকে জানাব

 

১২. জাতিসংঘ ‘মানবাধিকার ঘোষণাপত্র’ অনুমোদন করেছে কেন?

 

ক. শিশু অধিকার রক্ষা করার জন্য

 

খ. সবার চিকিত্সার অধিকার রক্ষার জন্য

 

গ. সবার বাসস্থানের অধিকার রক্ষার জন্য                                ঘ. সবার মৌলিক  অধিকার রক্ষার জন্য

 

১৩. তোমাদের শ্রেণিতে একটি অটিস্টিক শিশু রয়েছে। তুমি তার সাথে কিরূপ ব্যবহার করবে?

 

ক. তার সাথে সব সময় মজা করব    খ. তাকে উপহাস করব

 

গ. তার প্রতি সব সময় সদয় থাকব

 

ঘ. অন্যান্যদের মতোই আচরণ করব

 

১৪. বাংলাদেশে শিশুশ্রমের প্রধান কারণ কী?

 

ক. পিতামাতার অসচেতনতা            খ. শিক্ষার সুযোগ কম

 

গ. আইনের অভাব                         ঘ. স্কুল ভীতি

 

১৫. স্বাস্থ্য সুরক্ষার জন্য তোমার কী করা উচিত?

 

ক. সুষম খাবার গ্রহণ                      খ. নিয়মিত খাবার গ্রহণ

 

গ. নিয়মিত খেলাধুলা করা

 

ঘ. পরিমিত সুষম খাবার গ্রহণ খেলাধুলা করা

 

১৬. কোন কাজটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর?

 

ক. খাল খনন  খ. পুকুর খনন   গ. পাহাড় কাটা                          ঘ. ফসল কাটা

 

১৭. বধ্যভূমি কীসের প্রতীক?

 

ক. গণহত্যার খ.  গণবিপ্লবের গ. ধ্বংসযজ্ঞের ঘ. গণনির্যাতনের

 

১৮. যৌথবাহিনী কীভাবে গঠিত হয়েছিল?

 

ক. মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে

 

খ. মুক্তিবাহিনী ও পাকবাহিনীর সমন্বয়ে

 

গ. ভারতীয় ও পাকিস্তানী বাহিনীর সমন্বয়ে                               ঘ. ছাত্র ও মুক্তিবাহিনীর সমন্বয়ে

 

১৯. বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য কোনটি সবচেয়ে ভালো উপায়?

 

ক. রাস্তা মেরামত করা                    খ. গাড়ি মেরামত করা

 

গ. ট্রাফিক আইন মানা                    ঘ. চালক প্রশিক্ষণ দেওয়া

 

২০. আহসান মঞ্জিল গুরুত্ব হারায় কেন?

 

ক. জমিদারি প্রথার প্রসার ঘটায়         খ. জমিদারি প্রথার বিলুপ্তি ঘটায়

 

গ. ঢাকা রাজধানী হওয়ায়                ঘ. ইংরেজ শাসনের বিলুপ্তি ঘটায়

 

২১. বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্ নগর কোনটি?

 

ক. পুণ্ড্রনগর  খ. পাহাড়পুর  গ. ওয়ারি-বটেশ্বর                           ঘ. ময়নামতি

 

২২. রৌপ্যমুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি পাওয়া গেছে কোথায়?

 

ক. মহাস্থানগড়  খ. পাহাড়পুর    গ. ময়নামতি                            ঘ. ওয়ারি-বটেশ্বর

 

২৩. সোমপুর বিহারের চারদিকে কতটি গোপন কুঠুরি রয়েছে?

 

ক. ১৭৫টি       খ. ১৭৭টি            গ. ২৭৭টি                          ঘ.  ১৭৬টি

 

২৪. বৌদ্ধ সভ্যতা এবং হিন্দু ও জৈন ধর্মের নির্দশন পাওয়া গেছে কোথায়?

 

ক.  ময়নামতি খ. পাহাড়পুর  গ. মহাস্থানগড়                              ঘ. লালবাগ কেল্লা

 

২৫. সোনারগাঁওয়ে কার মাজার রয়েছে?

 

ক. আলাউদ্দিন হোসেন শাহ              খ. শাহাজাদা মোহাম্মদ আযম

 

গ. গিয়াসউদ্দিন আযম শাহ                                                     ঘ. শায়েস্তা খান

 

২৬. লোকশিল্প যাদুঘর কত সালে প্রতিষ্ঠা করা হয়?

 

ক. ১৯৭৩      খ. ১৯৭৪             গ. ১৯৭৫                             ঘ. ১৯৮০

 

২৭. তোমার স্কুলে যাবার পথে একটি বড় রাস্তা আছে। তুমি রাস্তাটি কীভাবে পার হবে?

 

ক. জোরে দৌড় দিয়ে                     খ. ডানে তাকিয়ে হেঁটে

 

গ. বাঁয়ে তাকিয়ে হেঁটে                    ঘ. ডানে ও বাঁয়ে তাকিয়ে হেঁটে

 

২৮. তোমার বিদ্যালয়ে বিজয় দিবস পালিত হবে। তুমি শহিদ মুক্তিযোদ্ধাদের জন্য নিচের কোন কাজটি করবে?

 

ক. বিদ্যালয় পরিষ্কার করব                খ. শ্রেণির কার্যক্রমে অংশ নিব

 

গ. খেলাধূলায় অংশ নিব                  ঘ. সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিব

 

২৯. মুক্তিযুদ্ধে কোন ভূমিকার জন্য ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়?

 

ক. বন্ধুত্বের স্থাপনের জন্য                  খ. যুদ্ধে সহায়তার জন্য

 

গ. আর্থিক সাহায্যের জন্য                 ঘ. সহমর্মিতা প্রদর্শনের জন্য

 

৩০. মুক্তিবাহিনী গঠন করা হয় কেন?

 

ক. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য           খ. দেশ রক্ষার দায়িত্ব পালনের জন্য

 

গ. শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য

 

ঘ. নিরাপত্তা নিশ্চিত করার জন্য

 

৩১. বীরশ্রেষ্ঠ উপাধি কেন প্রদান করা হয়?

 

ক. মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান

 

খ.  ভাষা আন্দোলনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান

 

গ. গণতান্ত্রিক আন্দোলনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান

 

ঘ. স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান

 

৩২. একজন প্রতিবেশি তোমাদের সাথে ভালো সম্পর্ক রাখে না, বিপদে-আপদে এগিয়ে আসে না। তুমি কী করবে?

 

ক. অবশ্যই বাসায় ফিরবে               খ. কোনোভাবেই ফিরবে না

 

গ. অপরিচিত ব্যক্তির দ্বারা বিপদ                                             ঘ. পথ হারাবে

 

৩৩. তুমি ও তোমার ছোট ভাই বাড়িতে আছ, সে সময়ে তোমার ছোট ভাইয়ের ডায়রিয়া শুরু হলো। তুমি সর্বপ্রথম কী করবে?

 

ক. হাসপাতলে নিয়ে যাব                 খ. ওরস্যালাইন খেতে দিব

 

গ. প্রতিবেশিকে খবর দিব                 ঘ. পিতামাতাকে খবর দিব

 

৩৪. গারোদের ঐতিহ্যবাহী উত্সবের নাম কী?

 

ক. ওয়াংগালা    খ. আচিক   গ. সাংসারেক                              ঘ. উমোই

 

৩৫. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তার নারীদের ঐতিহ্যবাহী পোশাক আনফেং ও দকবান্দা বা দকশাড়ি?

 

 ক. গারো     খ. ওঁরাও      গ. ত্রিপুরা                                      ঘ. রাখাইন

 

৩৬. খাসি পরিবারের সবচেয়ে ছোট মেয়েদের সৌভাগ্যবতী বা মর্যাদাবান বলে বিবেচিত হয় কেন?

 

ক. বিয়ের পরে মাতা-পিতার সাথে থাকে বলে                           খ. বিয়ের পর স্বামীর সাথে থাকে বলে

 

গ. সম্পত্তির উত্তরাধিকার হয় বলে      ঘ. অল্প বয়সে বিয়ে হয় বলে

 

৩৭. বাংলাদেশের কোন ক্ষুদ্রজাতিসত্তার প্রধান উত্সবের নাম ‘ফাগুয়া’?

 

ক. ত্রিপুরা     খ. ম্রো              গ. গারো                                  ঘ. ওঁরাও

 

৩৮. খাসি উপজাতি বাংলাদেশের কোথায় বাস করে?

 

ক. পার্বত্য চট্টগ্রামে  খ. ময়মনসিংহে    গ. সিলেটে                     ঘ. রংপুরে

 

৩৯. ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?

 

 ক. ওয়াংলাইখ. রিনাইগ. রিসা          ঘ. কাজিম পিন

 

৪০. ওঁরাওরা কী কাজ করে জীবিকা নির্বাহ করে?

 

ক. কৃষি     খ. ব্যবসা          গ. চাকরি                                    ঘ. ফেরি

 

৪১. ওঁরাওরা ফাগুয়া উত্সব কখন পালন করে?

 

ক. বৈশাখের শেষ তারিখ                 খ. ফাল্গুনের প্রথম তারিখে

 

গ. ফাল্গুনের শেষ তারিখে                                                     ঘ. পৌষের শেষ তারিখে

 

৪২. বাংলাদেশে কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি?

 

ক. ১৫ বছর    খ. ১৬ বছর       গ. ১৮ বছর                            ঘ. ২০ বছর

 

৪৩. ঢাকায় কত সালে রাজধানী স্থাপন করা হয়?

 

 ক. ১৯১০    খ. ১৫১০              গ. ১৬১০                             ঘ. ১৭১০

 

৪৪. বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে?

 

ক. ১০ লক্ষ   খ. ১২ লক্ষ     গ. ২৫ লক্ষ                                  ঘ. ৩০ লক্ষ

 

৪৫. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

 

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান         খ. সৈয়দ নজরুল ইসলাম

 

গ. তাজউদ্দিন আহমদ                      ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

 

৪৬.বাংলাদেশের কোন কোন জেলায় ওঁরাও উপজাতি বাস করে?

 

ক. দিনাজপুর, সিলেট, নেত্রকোণা

 

খ.  সিরাজগঞ্জ, রংপুর, কক্সবাজার

 

গ. দিনাজপুর, রংপুর, রাজশাহী

 

ঘ. শেরপুর, রংপুর, টাঙ্গাইল

 

৪৭. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তা গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য ‘কের’ পূজা করে?

 

 ক. মারমা      খ. সাঁওতাল       গ. ওঁরাও                               ঘ. ত্রিপুরা

 

৪৮. ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম কী?

 

ক. কিম     খ. কিমানু                 গ. সুকুই                               ঘ. নাপ্পী

 

৪৯. কোন উপজাতিদের গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা বিদ্যমান?

 

ক. ত্রিপুরা        খ. গারো              গ. ম্রো                               ঘ. চাকমা

 

৫০. ছয়দফা আন্দোলন হয় কত সালে?

 

ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৭ সালে গ. ১৯৬৯ সালে                      ঘ. ১৯৭১ সালে

 

২.নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখ ঃ১´১৫= ১৫

 

ক. ১৯৭১ সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল?

 

খ. মুক্তিবাহিনী কেন গঠন করা হয়?

 

গ. মুক্তিযুদ্ধে কারা অংশ গ্রহণ করে?

 

ঘ. সব জাতিগোষ্ঠীর মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?

 

ঙ. কোনো একজন মানুষ যে ভিন্ন গোষ্ঠীর তা তুমি কীভাবে বুঝবে?

 

চ. মহাস্থানগড়ে কী কী নির্দশন পাওয়া গেছে?

 

ছ. ময়নামতি জাদুঘরে কী নিদর্শন রয়েছে?

 

জ. দেশের আইন মেনে চলতে হবে কেন?

 

ঝ. প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন?

 

ঞ. খাদ্য সংকট সমাধানে কী করতে হবে বলে তোমার অভিমত?

 

ট. আমাদের সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে কেন?

 

ঠ. আমাদের সমাজে নারী পুরুষের কোন কোন ক্ষেত্রে বৈষম্য করা হয়?

 

ড. নাগরিকদের নিয়মিত কর দেওয়া উচিত কেন?

 

ঢ. সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাকে ভোট দেওয়া উচিত?

 

ণ. বাংলাদেশের খাদ্য ঘাটতির প্রধান কারণ কী?

 

৩.ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ ও জ নং হতে ছয়টিসহ সাতটি প্রশ্নের উত্তর লিখ:                                                                ৫´৭= ৩৫

 

ক. তুমি ঈদের ছুটিতে তোমার বাবার সাথে বগুড়া বেড়াতে গিয়ে একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছ। এই ঐতিহাসিক স্থানটির নাম কি? ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের পাঁচটি কারণ লিখ।                                                                                                                                                 ১+৪=৫

 

খ. অপারেশন সার্চলাইট কী? অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল কেন? অপারেশন সার্চলাইটের তিনটি ফলাফল লেখ।              ১+১+৩=৫

 

গ. মানব পাচার বলতে কী বোঝায়? শিশুশ্রমের কারণে শিশুরা যেসব অধিকার থেকে বঞ্চিত হয় তার চারটি লিখ। মানবাধিকারের তিনটি প্রয়োজনীয়তা লিখ।       ১+২+২=৫

 

ঘ.বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল? ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? পাঁচটি বাক্যে লিখ। ১+৪=৫

 

ঙ. মুজিবনগর সরকার কাকে বলে? আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের পাঁচটি গুরুত্ব বর্ণনা কর। ১+৪=৫

 

চ. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির চারটি কারণ ও  জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব আলোচনা কর। ২.৫+২.৫=৫

 

ছ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি গণতান্ত্রিক মনোভাব প্রকাশের তিনটি উপায় লিখ? ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম সম্পর্কে তিনটি বাক্য লিখ। ২.৫ +২.৫=৫

 

জ. নাগরিক কাকে বলে? রাষ্ট্রের প্রতি নাগরিকের পাঁচটি কর্তব্য লিখ।                                                         ১+৪=৫

 

ঝ. আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল? আমরা কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি?      ১+৪=৫

 

ঞ. জনসম্পদ কাকে বলে? জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখ। ১+৪=৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ