• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

জেএসসি পরীক্ষার প্রস্তুতি:বিজ্ঞান

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

মোহাম্মদ নাসির উদ্দিন

 

সিনিয়র শিক্ষক

 

দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয়

 

ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।

 

পূর্ব প্রকাশের পর

 

 

খ. আইসোটোপ বলতে কী বুঝ?

 

উত্তর :  আইসোটোপ: যে সব মৌলের পারমানবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদের ঐ মৌলের আইসোটোপ বলে। আইসোটোপসমূহের রাসায়নিক ধর্ম একই থাকে।

 

হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে। যথা-

 

হাইড্রোজেন, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।

 

প্রকৃতিতে বিভিন্ন আইসোটোপ বিভিন্ন পরিমাণে বিদ্যমান থাকে।

 

ক. কার্বনের আইসোটোপ কয়টি?

 

উত্তর :. কার্বনের আইসোটোপ তিনটি।

 

খ. ক্যাটায়ন বলতে কী বোঝায়?

 

উত্তর :  ক্যাটায়ন বলতে ধনাত্মক আধানযুক্ত আয়নকে বোঝায়। কোনো নিরপেক্ষ পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তখন তা ধনাত্নক আধানযুক্ত আয়ন তথা ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়নে প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা কম থাকে। যেমন- নিরপেক্ষ Na পরমাণুতে ১১টি ইলেকট্রন এবং ১১টি প্রোটন থাকে। কিন্তু যখন এটি ১টি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, তখন প্রোটন সংখ্যা স্থির থাকলেও ইলেকট্রন সংখ্যা হয় ১০।

 

Na             Na+ + e-

 

ক. অভিকর্ষ কী?

 

উত্তর : অভিকর্ষ : পৃথিবী এবং অন্য যে কোন বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে অভিকর্ষ বলে।

 

খ. ভর ও ওজনের মধ্যে পার্থক্য কী?

 

উত্তর :  ভর ও ওজনের মধ্যে পার্থক্য:

 

       ভর          ওজন

 

১.বস্তুর ভর হলো বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণ।

 

২. স্থানভেদে বস্তুর ভরের কোন পরিবর্তন হয় না।

 

৩. ভরের একক কিলোগ্রাম                            ১. বস্তুর ওজন হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল।

 

২. স্থানভেদে বস্তুর ওজন পরিবর্তিত হয়।

 

৩. ওজনের একক নিউটন।

 

 

 

ক. অভিকর্ষজ ত্বরণের মান কোন অঞ্চলে সবচেয়ে কম?

 

উত্তর : অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম হয় বিষুবীয় অঞ্চলে।

 

 

খ. অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যে পার্থক্য লেখ।

 

উত্তর : নিচে অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো-

 

অভিকর্ষজ ত্বরণ           মহাকর্ষ ধ্রুবক

 

১.অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এর গড় মান ৯.৮ মিটার/সেকেন্ড২

 

২.স্থানভেদে এর মান পরিবর্তিত হয়।

 

৩. এর একক মিটার/ সেকেন্ড২       ১. এক কিলোগ্রাম ভরের দুটি বস্তু ‘এক মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়।

 

২.স্থানভেদে এর মান পরিবর্তিত হয় না।

 

৩.এর একক মিটার২/ কিলোগ্রাম২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ