• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

মিরাজুল ইসলাম, প্রাক্তন প্রভাষক

 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

 

 

 

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।                                          ১ ´  ৫০ = ৫০

 

১.আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনগুলো?

 

ক. তাপমাত্রা ও আর্দ্রতা                              খ. আর্দ্রতা ও শৈত্যপ্রবাহ

 

গ. বৃষ্টিপাত ও তাপদাহ                             ঘ.তাপদাহ ও বায়ুচাপ

 

২.করিম জানলো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণের সাথে আবহাওয়ার একটি উপাদান সম্পর্কিত, আবহাওয়ার উপাদানটির নাম কী?

 

ক. শুষ্ক বায়ু         খ. উষ্ণ বায়ু             গ. আর্দ্রতা                  ঘ. তাপমাত্রা

 

৩.শৈত্যপ্রবাহের কারণ কোনটি?

 

ক. উত্তরের শুষ্ক ও শীতল বায়ু

 

খ. দক্ষিণ-পশ্চিমের মৌসুমি বায়ু

 

গ. উত্তর-দক্ষিণের শীতল বায়ু

 

ঘ. পূর্ব-পশ্চিমের শুষ্ক, শীতল মৌসুমি বায়ু

 

৪.তোমার এলাকার আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কিন্তু হঠাত্ অতি গরমে অনেক লোক অসুস্থ হয়ে পড়লো। এরূপ আবহাওয়াকে কী বলে?

 

ক. বিরূপ আবহাওয়া                                খ. উষ্ণ আবহাওয়া

 

গ. শীতল আবহাওয়া                                        ঘ. শুষ্ক আবহাওয়া

 

৫.জলবায়ু কীভাবে পরিবর্তিত হয় ?

 

ক. হঠাত্  খ. দ্রুত গ. মাঝে মাঝে ঘ. ধীরে ধীরে

 

৬.কোনো স্থানের জলবায়ুর ক্ষেত্রে কোনটি সঠিক?

 

ক. হঠাত্ পরিবর্তন হয়                                                                      খ. ধীরে ধীরে পরিবর্তিত হয়

 

গ. পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারি না

 

ঘ. সাময়িকভাবে পরিবর্তিত হয়

 

৭.আবহাওয়াবিদ আবির পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করেন। এতে করে তিনি কোনটি নির্ণয় করতে পারবেন?

 

ক. পৃথিবীর গড় তাপমাত্রা                           খ. পৃথিবীর তাপমাত্রা

 

গ. স্থানের তাপমাত্রা                                  ঘ. আঞ্চলিক তাপমাত্রা

 

৮. তোমার পৃথিবীর চারপাশ ঘিরে রয়েছে বায়ুমণ্ডল। এর কোন গ্যাস গ্রিন হাউজের কাচের দেয়ালের মতো কাজ করে?

 

ক. নাইট্রোজেন  খ. অক্সিজেন   গ. কার্বন-ডাইঅক্সাইড                ঘ. হাইড্রোজেন

 

৯.বায়ুর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস করা যায় কীভাবে?

 

ক. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে

 

খ. নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে

 

গ. বৃক্ষ রোপণের মাধ্যমে

 

ঘ. কলকারখানার সংখ্যা কমিয়ে

 

১০.নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ ?

 

ক. বালি            খ. কাগজ

 

গ. কাচ            ঘ. বিদ্যুত্

 

১১.কাগজ, প্লাস্টিক, কাচ ইত্যাদি কী ধরনের সম্পদ?

 

ক. প্রাকৃতিক   খ. মানবসৃষ্ট

 

গ. খনিজ       ঘ. অনবায়নযোগ্য

 

১২. কিছু সম্পদ আছে যেগুলো মানুষ তৈরি করতে পারে। আবার কিছু সম্পদ মানুষ তৈরি করতে পারে না, নিচের কোন  সম্পদটি মানুষ তৈরি করতে পারে না?

 

ক. কাগজ       খ. প্লাস্টিক

 

গ. কাচ          ঘ. সূর্যের আলো

 

১৩. তোমার ছোট ভাই একটি পাত্র ও কাচের গ্লাস ভেঙে ফেলেছে। পাত্রটি মাটির তৈরি হলে গ্লাসটি তৈরিতে নিচের কোন প্রাকৃতিক সম্পদ ব্যবহূত হবে?

 

ক. মাটি    খ. বায়ু

 

গ. বালু    ঘ. লোহার আকরিক

 

১৪. কোনো কোনো প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়। এটা কোন ধরনের সম্পদের বৈশিষ্ট্য?

 

ক. কৃত্রিম সম্পদ                                    খ. অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ

 

গ. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ     ঘ. মানবসৃষ্ট সম্পদ

 

১৫.রাজুর মা রাজুকে তেল কেনার জন্য বাজারে পাঠালেন। সে কী ধরনের সম্পদ কিনে বাসায় ফিরল?

 

ক. নবায়নযোগ্য সম্পদ                             খ. অনবায়নযোগ্য সম্পদ

 

গ. কৃত্রিম সম্পদ                                     ঘ. মানবসৃষ্ট সম্পদ

 

১৬.নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা ?

 

ক. বিনোদন  খ. খাদ্য    গ. হাইব্রিড গাড়ি    ঘ. খেলাধুলা

 

১৭.জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে?

 

ক. বৈশ্বিক উষ্ণায়ন   খ. জনসংখ্যা বৃদ্ধি       গ. ভূমিকম্প             ঘ. ভূমিক্ষয়

 

১৮.১৯৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

 

ক. ৭ কোটি ২০ লক্ষ                               খ. ৭ কোটি ৪০ লক্ষ  গ. ৭ কোটি ৬০ লক্ষ     ঘ. ৭ কোটি ৮০ লক্ষ

 

১৯. ১৯৭৪ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

 

ক. ৫ কোটি ৫২ লক্ষ                               খ. ৭ কোটি ৬৪ লক্ষ

 

গ. ৮ কোটি ৯৯ লক্ষ                                        ঘ. ১২ কোটি ৯৩ লক্ষ

 

২০.বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গকিলোমিটার?

 

ক. ১,৪৬,৫৭০   খ. ১,৪৭,৫৯০      গ. ১,৪৮,৫৭০                  ঘ. ১,৪৭,৫৭০

 

২১.কোনো মহল্লায় ১৯৬১ সালে লোকসংখ্যা ছিল ১৫০০ জন। তা ২০০০ সালে বেড়ে হয়েছে ৬০০০ জন। তাহলে জনসংখ্যা কত গুণ হয়েছে?

 

ক. ৩         খ. ৪                      গ. ৫                               ঘ. ৬

 

২২.তোমাদের গ্রামের মোট জনসংখ্যা ৫০৭৫ জন এবং জনসংখ্যার ঘনত্ব ১০১৫ জন/বর্গকিলোমিটার হলে গ্রামের ক্ষেত্রফল কত বর্গকিলোমিটার?

 

ক. ২                 খ. ৩                         গ. ৪                    ঘ. ৫

 

২৩.ভূমিক্ষয় হওয়ার কারণ হলো—

 

ক. পাহাড়ে জুম চাষ                                  খ. বেশি করে গাছ লাগানো

 

গ. বনভূমি ধ্বংস                                    ঘ. কীটনাশকের ব্যবহার

 

২৪.আরিফের বাবা জমিতে অধিক উত্পাদনের জন্য রাসায়নিক সার ব্যবহার করে। এটি পরিবেশের কোন উপাদানকে দূষিত করে?

 

ক. বায়ু ও পানি                                      খ. পানি ও মাটি

 

গ. মাটি ও বায়ু                                      ঘ. বায়ু ও গাছপালা

 

২৫.আমাদের দেশের জনসংখ্যা প্রচুর। এ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কোন শিক্ষা গ্রহণ প্রয়োজন বলে তুমি মনে কর?

 

ক. আরবী শিক্ষা  খ. আধুনিক শিক্ষা গ. বাংলা শিক্ষা  ঘ. বিজ্ঞান শিক্ষা

 

২৬.কোনটি সঠিক ?

 

ক. চাঁদের নিজস্ব আলো রয়েছে                        খ . চাঁদ একটি উপগ্রহ

 

গ. চাঁদ একটি গ্রহ                                   ঘ. চাঁদ সূর্যের চারপাশে ঘুরে

 

২৭.মিল্পিওয়ে কী?

 

ক. গ্রহ    খ. নক্ষত্র          গ. উপগ্রহ            ঘ. গ্যালাক্সি

 

২৮. অরিনের বড় ভাই জ্যোর্তিবিজ্ঞান বিষয়ে পড়াশুনা করছেন। কী সম্পর্কিত গবেষণাকে জ্যোর্তিবিজ্ঞান বলে?

 

ক. মহাকাশ খ. আলো                  গ. আবহাওয়া                    ঘ. শব্দ

 

২৯. প্রতিদিন সকালে সূর্য কোন দিকে উঠে?

 

ক. পূর্ব    খ. পশ্চিম                 গ. উত্তর                              ঘ. দক্ষিণ

 

৩০.কোন ঋতুতে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়?

 

ক. শীতকালে  খ. শরত্কালে  গ. গ্রীষ্মকালে     ঘ. বসন্তকালে

 

৩১.পৃথিবীর কয়টি উপগ্রহ আছে?

 

ক. ১টি           খ. ২টি       গ. ৩টি                                     ঘ. ৪টি

 

৩২.সূর্যের আলো একসঙ্গে চাঁদের কতটুকু আলোকিত করে?

 

ক. অর্ধেক      খ. চতুর্থাংশ    গ. সম্পূর্ণটা       ঘ. এক-পঞ্চমাংশ

 

৩৩.কোনটি সঠিক?

 

ক. বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কোনো সম্পর্ক নেই

 

খ. বিজ্ঞান ও প্রযুক্তির একই বিষয়

 

গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে

 

ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোন প্রয়োজন নেই

 

৩৪.বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুমান কিসের ওপর ভিত্তি করে করা হয়?

 

ক. বৈজ্ঞানিক জ্ঞান  খ. পর্যবেক্ষণ      গ. পরীক্ষণ       ঘ. পূর্ব অভিজ্ঞতা

 

৩৫.বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণায় কী ব্যবহার করেন?

 

ক. পূর্ব অভিজ্ঞতা  খ. সঠিক অনুমান   গ. প্রযুক্তি       ঘ. পর্যবেক্ষণলব্ধ জ্ঞান

 

৩৬.শিক্ষক ব্যবহারিক ক্লাসে দুটি বায়ুভর্তি ভিন্ন আকারের বেলুন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে দেখলেন দুটির ওজন ভিন্ন। শিক্ষকের করা কাজটি কী?

 

ক. পর্যবেক্ষণ      খ. পরীক্ষণ     গ. অনুমান    ঘ. সিদ্ধান্ত গ্রহণ

 

৩৭.কৃষি প্রযুক্তি কোনটি?

 

ক. ট্রাক্টার    খ. এক্স-রে          গ. কম্পিউটার                          ঘ. ইনসুলিন

 

৩৮.বৈশ্বিক উষ্ণায়ন কোনটির কারণে ঘটে?

 

ক. রাসায়নিক সারের ব্যবহার                      খ. কীটনাশকের ব্যবহার

 

গ. কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র                      ঘ. যুদ্ধাস্ত্র তৈরির কারখানা

 

৩৯.রায়হান শ্রেণির কাজ শেষ না করে সারা দিন রাত টেলিভিশন দেখে, কিছুদিন পর তার দৃষ্টিশক্তি কিছুটা লোপ পেল। প্রযুক্তির কীরূপ ব্যবহারে রায়হানের ক্ষতি হল?

 

ক. সুষ্ঠু ব্যবহার                                      খ. অপর্যাপ্ত ব্যবহার

 

গ. অপব্যবহার                                       ঘ. ক্রমাগত ব্যবহার

 

৪০.কোনটি মানুষের পারস্পরিক যোগাযোগকে সহজ করে দেয়?

 

ক. তথ্য    খ. যানবাহন    গ. উপাত্ত             ঘ. আইসিটি

 

৪১.অমিত টেলিভিশনের মাধ্যমে সারা দেশে ফ্লু ছড়িয়ে পড়ার কথা জানতে পারল। এক্ষেত্রে সে কী করবে?

 

ক. নিজে রোগ প্রতিরোধের ব্যবস্থা নেবে

 

খ. জনবহুল স্থানে যাতায়াত বন্ধ করবে

 

গ. রোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নির্ণয় করবে

 

ঘ. ফ্লু ছড়িয়ে পড়ার কথা অন্যকে জানাবে

 

৪২.পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক কোনটি?

 

ক. সুপার কম্পিউটার  খ. ওয়েবসাইট  গ. সার্চ ইঞ্জিন  ঘ. ইন্টারনেট

 

৪৩.তথ্য অনুসন্ধান করতে Search Bar-এ বিষয় সম্পর্কিত মূল শব্দ লিখে কোথায় চাপতে হয়?

 

ক. Search লেখাটিতে

 

খ. Search লেখাতে ও Enter Key-তে

 

গ. Search Bar-এ বা Enter Key-তে

 

ঘ. Search লেখাতে বা Enter Key-তে

 

৪৪.অমিত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সম্পর্কে ইন্টারনেট থেকে তথ্য জানতে চায়। সে বিষয়টির মূল শব্দ “স্বাধীনতা” কোথায় লিখবে?

 

ক. ওয়েব সাইটে             খ. ইন্টারনেটে

 

গ. Search ইঞ্জিন          ঘ. Search Bar-এ

 

৪৫.ফেসবুক কী?

 

ক. বুক (বই)-এর ডিজিটাল সংস্করণ

 

খ. তথ্য সংরক্ষণ প্রযুক্তি

 

গ. তথ্য বিনিময় প্রযুক্তি

 

ঘ. সামাজিক যোগাযোগ মাধ্যম

 

৪৬.শোভন আমেরিকাপ্রবাসী বন্ধুর সাথে একটি তথ্য অতি দ্রুত বিনিময় করতে চায়। সে কীভাবে কাজটি করতে পারে?

 

ক. চিঠির মাধ্যমে

 

খ. ছবি তুলে

 

গ. খুদেবার্তায়                                               ঘ. ভিডিও করে

 

৪৭.বায়ুর তাপমাত্রা বলতে কী বোঝায় ?

 

ক. বায়ু কতটা গরম বা ঠাণ্ডা

 

খ. বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি

 

গ. বায়ু হালকা বা ভারী

 

ঘ. সূর্যের আলো বেশি না কম

 

৪৮.জলবায়ু কী?

 

ক. আবহাওয়া পরিবর্তনের পর্যায়ক্রম

 

খ. আবহাওয়া পরিবর্তনের গড়

 

গ. কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড়

 

ঘ. আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা

 

কোনটি সঠিক?

 

ক. বালি অপেক্ষা পানি দ্রুত গরম হয়                খ. বালি অপেক্ষা পানি দ্রুত ঠাণ্ডা হয়

 

গ. পানি অপেক্ষা বালি দ্রুত গরম হয়

 

ঘ. বালি ও পানি একই সাথে গরম ও ঠাণ্ডা হয়

 

৫০.অমিতদের এলাকায় দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ পরিস্থিতিতে উক্ত এলাকায় কী ঘটে?

 

ক. বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়               খ. বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়

 

গ. বায়ু ভারী হয়ে নিচে নেমে আসে   ঘ. বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়

 

২.নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ।

 

১  ১৫ = ১৫

 

ক.পৃথিবীর দুই ধরনের গতি কী কী ?

 

খ.চাঁদের দশা কাকে বলে?

 

গ.কালবৈশাখী কী?

 

ঘ.বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে?

 

ঙ.তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লিখ।

 

চ.তথ্য বিনিময় কী?

 

ছ.আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?

 

জ.জলোচ্ছ্বাস কী?

 

ঝ.জৈব প্রযুক্তি?।

 

ঞ.‘গ্রিন হাউজ’ বলতে  কী বোঝায়?

 

ট.অমাবস্যার চাঁদ কাকে বলে?

 

ঠ.   গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী ?

 

ড.বয়:সন্ধিকাল কী?

 

ঢ.   অনবায়নযোগ্য শক্তি কাকে বলে?

 

ণ.বাস্তুসংস্থান কাকে বলে??

 

৩.ক-জ নং প্রশ্নগুলো থেকে যেকোনো ৬টি এবং ঝ—ঞ নং প্রশ্নগুলো থেকে ১টি মোট সাতটি প্রশ্নের উত্তর লেখ। ৫ ´  ৭ = ৩৫

 

ক.তোমার জ্বর হওয়ার কয়েক দিন পর যদি তোমার ভাইও জ্বরে আক্রান্ত হয় তবে তোমার ভাই কোন রোগ দ্বারা আক্রান্ত বলে তুমি মনে কর? সেই রোগ থেকে রক্ষা পাওয়ার উপায় সমূহ বর্ণনা কর।

 

খ. তোমার মা টেবিলে এক গ্লাস ঠাণ্ডা পানি রেখে দিলে দেখতে পেলে যে, গ্লাসের বাইরে বিন্দু বিন্দু পানির জমা হচ্ছে। এর কারণ কী? পরীক্ষার মাধ্যমে তা উপস্থাপন কর?

 

গ.ঘাস > ঘাস ফড়িং > ব্যাঙ > সাপ এটি দ্বারা কী বুঝানো হয়েছে? এখানে একটির অনুপস্থিতিতে কী ধরনের প্রভাব পরবে?

 

ঘ.তুমি দৈনন্দিন জীবনে তেলের ব্যবহার দেখতে পাও। এটি কোন ধরনের সম্পদ? এ সম্পদ ফুরিয়ে গেলে কোন সম্পদ বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে? এই বিকল্প সম্পদের ৩টি ব্যবহার লেখ।

 

ঙ. রান্না ঘরে গিয়ে দেখলে তোমার মা চা তৈরি করছেন? এবং অন্য ঘরগুলোর অপেক্ষায় রান্না ঘরটি বেশি গরম হয়ে গেছে? রান্না ঘরটি বেশি গরম হওয়ার কারণ কী? এবং  কোন প্রক্রিয়ায় চায়ের পানি গরম হচ্ছে তা বর্ণনা কর।

 

চ.তুমি বার্গার খেতে পছন্দ কর এটি কোন ধরনের খাবার?  এই খাবারের ক্ষতিকর দিক সমূহ বর্ণনা কর।

 

ছ.বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ আলোচনা কর।

 

জ.  পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায় ?

 

ঝ.পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউজের কাচের মত কাজ করে কেন? বর্ণনা কর।

 

ঞ.জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা পাঁচটি বাক্যে লেখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ