• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৮:বাংলা প্রথমপত্র

আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

মো. সুজাউদ দৌলা

 

সহকারী অধ্যাপক (বাংলা)

 

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

 

তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা

 

                শামসুর রাহমান

 

 

১৬। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার প্রেক্ষাপট কোন সালের প্রতি ইঙ্গিত করে?

 

(ক) ১৯৫২ (খ) ১৯৬৬ (গ) ১৯৭১ (ঘ) ১৯৪৭

 

১৭। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কোন ভাবটি প্রকাশ পেয়েছে?

 

(ক) সংগ্রামী মানুষের চেতনা

 

(খ) স্বাধীনতার শক্তি ও সৌন্দর্য

 

(গ) মুক্তিযুদ্ধের চেতনা

 

(ঘ) বাঙালির বীরত্ব

 

১৮। ‘রক্তগঙ্গায়’, ‘খণ্ডদাহন’, ‘ভগ্নস্তুপ’, ‘আর্তনাদ’ ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহূত কবিতাটি হলো-

 

(ক) মানুষ      (খ) ঝর্ণার গান

 

(গ) পল্লিজননী

 

(ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

 

১৯। ‘ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।’ এর মধ্য দিয়ে প্রকাশ পায়-

 

(ক) দেশপ্রেম                   (খ) আক্রমণাত্মক ভাব

 

(গ) পাকিস্তানিদের বর্বরতা   (ঘ) বাঙালির পরাজয়

 

২০। ‘একটি নতুন পৃথিবীর জয় হতে চলেছে’-এর দ্বারা বোঝানো হয়েছে-

 

(ক) মুক্তিযুদ্ধকে

 

(খ) বাংলাদেশের স্বাধীনতাকে

 

(গ) মুক্তিযুদ্ধের চেতনাকে

 

(ঘ) নবজাগরণকে

 

২১। ‘মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে

 

 নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের।’

 

যে দিকটির প্রতি ইঙ্গিত বহন করে-

 

(ক) স্বাধীনতার প্রতীক্ষা   (খ) হতাশা

 

(গ) দুঃখকাতরতা         (ঘ) অনুরাগ

 

২২। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘তেজি তরুণ’ কোন চরিত্রটির সঙ্গে সমর্থনযোগ্য?

 

(ক) হানাদার বাহিনী     (খ) তরুণ মুক্তিযোদ্ধা

 

(গ) সেনাবাহিনী         (ঘ) রাজাকার

 

২৩। ‘তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম’ এখানে কোন প্রতীক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে?

 

(ক) স্বাধীনতা                                              (খ) মুক্তিযুদ্ধ

 

(গ) সুস্থ জীবনযাপন                                      (ঘ) যুদ্ধবিহীন জীবন

 

২৪।‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় যে প্রাণীর কথা উল্লেখ আছে-

 

i. বিড়াল                ii. গরু                            iii. কুকুর

 

নিচের কোনটি সঠিক?

 

(ক) ii   (খ) iii       (গ) i ও iii                       (ঘ) i ও ii

 

২৫। যা পাওয়ার জন্য আমাদেরকে রক্তগঙ্গা দেখতে হয়েছে?

 

i. বাংলা ভাষা        ii. স্বাধীনতা                      iii. গণতন্ত্র

 

নিচের কোনটি সঠিক?

 

(ক) ii            (খ) iii (গ) i ও ii   (ঘ) i, ii ও iii

 

২৬। কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস-

 

i. চাকরি             ii. নরসিংদী                        iii. ভৈরব

 

নিচের কোনটি সঠিক?

 

(ক) i               (খ) ii   (গ) iii                      (ঘ) i ও ii

 

২৭। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় যে অস্ত্রের উল্লেখ পাওয়া যায়-

 

i. বন্দুক             ii. ট্যাঙ্ক                              iii. রিকয়েললেস রাইফেল

 

নিচের কোনটি সঠিক?

 

(ক) i             (খ) ii   (গ) iii                         (ঘ) ii ও iii

 

উত্তর

 

১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.খ ২১.ক ২২.খ ২৩.ক

 

২৪.খ ২৫ ঘ ২৬.খ ২৭.ঘ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ