কুষ্টিয়ার দৌলতপুর মাজদিয়ার এলাকায় মো. মইনুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বত্তরা। বুধবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাতিজা সিয়াম জানান, আমার চাচা একজন ব্যবসায়ী। গত ৯ আগস্ট তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় আসার পথে দৌলতপুরের মাজদিয়ার এলাকায় দুর্বত্তরা তাকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে খবর পেয়ে আমার চাচাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর পঙ্গু হাসপাতালে নিই। সেখানে তার একটি অঙ্গ কেটে ফেলা হয়। অবস্থার অবনতি হলে ওখান থেকে ঢাকা মেডিকেলের আইসিতে ভর্তি দেওয়া হয়। বুধবার (২১ আগস্ট) সকাল আটটার দিকে চাচার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।