সাতক্ষীরার তলুইগাছা সীমান্তবর্তী নটিজঙ্গল এলাকায় ভারতীয় মাদক পাচারকারীদের লক্ষ্য করে গুলি করেছে বিজিবি। এ সময় ঘটনাস্থল থেকে ৫১ বোতল বিদেশি মদ ও ২৫২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রাতে এ ঘটনা ঘটে।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে তলুইগাছা সীমান্তের সীমানা পিলার ১২/৪ হতে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতীয় মাদক পাচারকারীরা বিজিবি সদস্যদের ধারালো অস্ত্র প্রদর্শন করে। পক্ষান্তরে বিজিবি মাদক পাচারকারীদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়ে। একপর্যায়ে মাদক কারবারিরা মাদক ফেলে ভারতে পালিয়ে যান।