এসএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে এবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকারের সূত্রে এমন খবরই প্রকাশ হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি জানতে তাকে কল দেয়া হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
খবরে বলা হচ্ছে, চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়।
তাই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর উত্তরপত্র (খাতা) মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সাথে মিলিয়ে (সাবজেক্ট ম্যাপিং) ফলাফল প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু প্রথম কয়েকটি পরীক্ষার পর আন্দোলন শুরু হয়ে যাওয়ায় গত ১৮ জুলাই থেকে সব