• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

ভোলায় সন্দেহেভাজন এক রোহিঙ্গা নারীসহ ৩ জন আটক

আপডেটঃ : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

ভোলা প্রতিনিধি॥

ভোলায় পরিচয় গোপন করে পাসপোর্ট করতে আসলে আনোয়ারা বেগম(২২) নামে এক রোহিঙ্গা নারীসহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। আনোয়ারা বেগম কক্সবাজারের রামু থেকে এসেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩ জুলাই) সকালে ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত বাকি দুজন হলেন- হালিমা খাতুন (২৫) ও তার স্বামী মোঃ জাফর(৩০)। তারা ভোলার লালমোহন উপজেলার বাসিন্দ হলেও আনোয়ারা বেগমের বোন ও দুলাভাই পরিচয় দেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছগীর মিয়া জানান, দুপুর সারে ১১টার দিকে পাসপোর্ট করতে আসলে আনোয়ারা বেগমকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি খন্দকার তাজুল ইসলামের রোহিঙ্গা সন্দেহ হয়। এসময় তিনি পুলিশে খবর দিলে পুলিশ সেখান থেকে আনোয়ারা বেগমসহ তার কথিত বোন ও দুলাভাইকে আটক করে। এদের বাড়ি জেলার লালমোহন উপজেলায় বলে জানান তারা। তবে আনোয়ারাকে ৭ বছর আগে কক্সবাজার রামু থেকে বোন হিসে দত্তক নেন। আনোয়ারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা তদন্ত শেষে আটকদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ