• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

ভোলায় এলজিইডির ইলেকট্রেশিয়ানকে অপহরনের চেষ্টা আটক ২

আপডেটঃ : বুধবার, ৪ জুলাই, ২০১৮

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় এলজিইডির ইলেকট্রেশিয়ান আলামিন (৩১) কে অপহরনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানাজায় ভোলায় এলজিইডির কর্মরত ইলেকট্রেশিয়ান আলামিন ঢাকা মোহাম্মদপুর আজিজ মহল্লার হাজী শাহে আলমের ছেলে। সে দীর্ঘ ৭ মাস ধরে ভোলায় এলজিইডি অফিসে কর্মরত রয়েছে। গত সোমবার রাতে কর্ণফুলী ১ লঞ্চে ঢাকা থেকে তার কর্মস্থল ভোলা আসার উদ্দেশ্যে রওনা দিয়ে ইলিশা লঞ্চ ঘাট নেমে মাহিন্দ্রা দিয়ে বাপ্তা পাইলট নামক জায়গায় আসলে রাত আনুমানিক সারে ১১টার সময় অজ্ঞাত কিছু ব্যক্তি মাহিন্দ্রের প্রতিরোধ করে আলামিনকে জানতে চান। আলামিন নিজের পরিচয় দিলে তাকে মাহিন্দ্রা থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর এবং ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। না দিলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় অপহরনকারীরা। পরে আলামিনের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অপহরনকারীরা চলে যায়। খবর পেয়ে ভোলা থানার পুলিশ আলামিনকে উদ্ধার করে এবং ২ অপহরনকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন ধনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোস্তফা তালুকদারের ছেলে মোঃ জাকির (২০) ও বাপ্তা ১নং ওয়ার্ডের আমিনুল হকের ছেলে নাইম (২০)। এই বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, পুলিশ রাতেই অভিযান চালিয়ে জাকির ও নাইম নামে ২ জনকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ