• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

রংপুর অফিস॥
রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-রাজঃ ২৬৭২ এর এক আলোচনা সভা
কাচারী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আনিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাঙ্গালী জাতির স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ স্বপরিবারে সকল শহীদের রুহে মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতা রনি মিয়া,  নির্মল চন্দ্র রায়, এরশাদ হোসেন মোল্লা, আইয়ুব আলী,  হামিদুল ইসলাম, হাফি,  বাবলু মিয়া, মহানগর সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া,  আনছার আলী, আব্দুল মতিন,  জাবেদ মিয়া,  ফখরুল ইসলামসহ রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলওয়ার হোসেনকে দীর্ঘদিন সংগঠনটি সঠিকভাবে পরিচালনা করা জন্য একাধিকবার পরামর্শ প্রদান করা হলেও তিনি তার খেয়াল খুশি মত সংগঠনটি পরিচালনা করে আসছেন। তার এই খামখেয়ালী পানার কারনে বর্তমানের সংগঠনটি  প্রায় ধ্বংসের পথে এসে দাড়িয়েছে। তাই এ সংগঠনটিকে রক্ষার্থে  সংগঠনের হিংসভাগ নেতাদের উপস্থিতিত্বে সংগঠনের সভাপতি পদ থেকে দেলওয়ার হোসেনকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আনিছ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও বহিস্কৃত সভাপতি দেলওয়ার হোসেনের সাথে সকল সাংগঠনিক বিষয় প্রকার পরামর্শ থেকে বিরত থাকার জন্য রেস্তোরা মালিক ও শ্রমিকদের নিকট অনুরোধ জানানো হয়। কোরবানী ঈদে রেস্তোরা-শ্রমিকদের বকেয়া বেতন, ঈদ উৎসব, বোনাস প্রদান করার জন্য সকল মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ