ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে গো মাংস ও মৎস্য খাদ্য ব্যবসায়ী ষ্টেক হোল্ডারদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ পশু জবাই ও গো মাংস উৎপাদন আইন ২০১১ বিষয়ে স্থানীয় ষ্টেক হোল্ডারদেরকে অবহিত করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ হেলাল আহমেদ। তিনি বলেন যারা নিয়ম বর্হিভূত ভাবে গোমাংস ও মৎস্য খাদ্য বাজারে সরবরাহ করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোঃ আফতাব হোসেন, সেনেট্যারী ইন্সপেক্টর ফয়জুন্নাহার প্রমুখ।