ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় উপজেলা উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী কুশি বেগম (৪৫) নামের এক গৃহবধূ শীত নিবারণ করতে গিয়ে আগুনে পুড়ে সোমবার রাতে মারা গেছেন।
সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার হাতিবেড় গ্রামে কুশি বেগম রাতে ঘুমানোর সময় বিছানার পাশে মাটির পাতিলে কয়লার আগুন জ¦ালিয়ে শীত নিবারণ করছিলেন। হঠাৎ ঘুমিয়ে পড়লে তাঁর শরীরের কাপড়ে আগুন লেগে যায়। তিনি জাগ্রত হয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তার চিৎকারে পাশের ঘরের অন্যরা তাঁকে উদ্ধার করে। এসময় তাঁর শরীরের নিচের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়ার পর সোমবার রাতে তার মৃত্যু ঘটে।