কমলগঞ্জ প্রতিনিধি॥
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর-মুন্সীবাজার দরিদ্র কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরীব-অসহায় দুস্থদের মধ্যে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮জুন) বেলা ২.৩০ ঘটিকায় মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ট্রাষ্টের সভাপতি জুনেল আহমেদ তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বাবরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী। বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ  মো: হেলাল উদ্দিন, বাংলাদেশ সমিতি, স্কটল্যান্ড এর সহ-সভাপতি আহমদ আলী (জুবু), সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এম, এ, ওয়াহিদ রুলু, পিন্টু দেবনাথ, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমেদ তরফদার, ইমন আহমদ তরফদার প্রমুখ। অনুষ্ঠানে আড়াই শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Share Button