• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনালে পিলখানা মামলার দুই শতাধিক আসামির জামিন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৯ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি দিন ধার্য সীমান্তে কাউকে আসতে দিবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই : মির্জা ফখরুল গ্রেপ্তারি পরোয়ানা জারি সাকিব আল হাসানের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নিয়ে এপিপিজি রিপোর্ট বিভ্রান্তি কর : ব্রিটিশ এমপি রূপা হক একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর ইলিশ বেচবে সরকার ৬০০ টাকা কেজি দরে, যেখানে পাবেন

পাতানো নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩
শুক্রবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।ছবি:

সরকার আরেকটি একতরফা পাতানো নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, সরকারি দল ভোটের অধিকার হরণ করে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় জোটের নেতারা এসব কথা বলেন। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের আমলে হওয়া সব উপনির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। একমাত্র আওয়ামী লীগই পারে অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে।

গণতন্ত্র মঞ্চের সভায় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই জোটের নেতারা। তাঁরা বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দূরের কথা, সরকারি দল গোটা নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দলবিহীন স্থানীয় সরকারের একতরফা নির্বাচন কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্টিফিকেট নয়।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ