সরকার আরেকটি একতরফা পাতানো নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, সরকারি দল ভোটের অধিকার হরণ করে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
শুক্রবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় জোটের নেতারা এসব কথা বলেন। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের আমলে হওয়া সব উপনির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। একমাত্র আওয়ামী লীগই পারে অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে।
গণতন্ত্র মঞ্চের সভায় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই জোটের নেতারা। তাঁরা বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দূরের কথা, সরকারি দল গোটা নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দলবিহীন স্থানীয় সরকারের একতরফা নির্বাচন কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সার্টিফিকেট নয়।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।