• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনালে পিলখানা মামলার দুই শতাধিক আসামির জামিন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকী মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৯ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি দিন ধার্য সীমান্তে কাউকে আসতে দিবো না: স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই : মির্জা ফখরুল গ্রেপ্তারি পরোয়ানা জারি সাকিব আল হাসানের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নিয়ে এপিপিজি রিপোর্ট বিভ্রান্তি কর : ব্রিটিশ এমপি রূপা হক একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর ইলিশ বেচবে সরকার ৬০০ টাকা কেজি দরে, যেখানে পাবেন

এক দফা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগস্ট মাসকে সামনে রেখে সরকার পতনের এক দফা আন্দোলনের নামে কেউ যদি হত্যার পরিকল্পনা করে, ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

রবিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিগোষ্ঠী বলুন, আর স্বাধীনতাবিরোধী বলুন; এসব দল যারা নাকি বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র করে, তারা আগস্ট মাসকেই বেছে নেয়। আমরা ১৫ আগস্ট দেখেছি। বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণ করার দৃশ্যটাও আপনারা দেখেছেন। ২১ আগস্ট আমাদের প্রধানমন্ত্রীকে বোমায় উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। ৬৩ জেলায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কাজেই আগস্ট মাস তাদের প্রিয় মাস। সবসময় তারা এই আগস্ট মাসকেই বেছে নেয়। এক দফার আন্দোলনের নামে আমার মনে হয় সে ধরনের ইঙ্গিত তারা দিচ্ছে কিনা—তারাই জানেন।‘

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা যে এক দফার আন্দোলনের কথা বলেছেন, জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যখ্যান করেছেন। কোনও আন্দোলনেই জনগণ তাদের সহযোগিতা করছে না। বছরের পর বছর তারা আন্দোলনের কথা বলছেন, অমুক দিন তমুক দিন করবেন। সেটা আমারা দেখেই আসছি। আন্দোলনে জনগণের যদি সম্পৃক্ততা না থাকে সেই আন্দোলন কখনও সফল হয় না। আন্দোলনের নামে তারা যদি ধ্বংসাত্মক কার্যকলাপ করে, আমাদের হত্যার পরিকল্পনা করে, সেগুলো অবশ্যই নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে।’

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এনআইডি’র কার্যক্রম এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসেনি। নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা তদন্ত করা হবে। কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। আমাদের সাইবার ইউনিট কাজ শুরু করছে। তথ্য সুরক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ